নারিকেলের ৩৫-৬৫% অংশ হল এর আঁশ। সাধারণত নারিকেলের এক-তৃতীয়াংশ আঁশ, বাকি দুই-তৃতীয়াংশ কয়ার বা ছোবড়া। আর এই নারিকেলের ছোবড়া বা কয়ার থেকে তৈরি করা হয় কোকোপিট। বর্তমানে যারা ছাদ বাগান করেন সেই সকল চাষীরা মাটির বিকল্প হিসাবে ছাদবাগানে কোকোপিটের ব্যাবহার করছেন।