একটি সুষম অনুপাতে প্রাথমিক পুষ্টি ধারণকারী জল দ্রবণীয় জটিল সার।
এটি উচ্চ উৎপাদনের জন্য ফসলের জন্য পাতার স্প্রে হিসাবে ব্যবহৃত হয়।
এতে আছে:
- Nitrogen as N = 20%,
- Phosphorus as P2O5 = 20%,
- Potassium as K2O = 20%
ম্যাক্রো ফার্টিলাইজার এনপিকে ২০-২০-২০ মুলত পানিতে দ্রবনযোগ্য একটি মিশ্র সার। ভারতীয় একটি প্রতিষ্ঠানের তৈরি এই সার সকল ধরনের ফসলের জন্য খুবই কার্যকর। এই সারে নাইট্রোজেন রয়েছে ২০ শতাংশ, পটাশিয়াম রয়েছে ২০ শতাংশ এবং ফসফরাস রয়েছে ২০ শতাংশ হারে। প্রতি লিটার পানিতে ২ থেকে ৩ গ্রাম পরিমানে মিশিয়ে যতটুকু প্রয়োজন দ্রবন তৈরি করে স্প্রের মাধ্যমে গাছ ও ফসলে প্রয়োগ করতে হবে। প্রতি মাসে গাছ ও ফসলে সর্বোচ্চ দুই থেকে তিনবার প্রয়োগ করা ভালো। এটাকে অন্যান্য রাসায়নিক সারের সাথে মিশিয়েও প্রয়োগ করা যাবে তবে কোনভাবেই ক্যালসিয়াম জাতীয় পণ্যের সাথে মিশানো যাবে না। তবে এর সাথে প্রতি লিটারে ১ গ্রাম ইপসম লবণ মিশালে এর কার্যকারিতা বাড়ে।
এই সার প্রয়োগে শাক-সবজি, ফল ও ফুল গাছ দ্রুত বাড়ে। গাছ সবুজ ও শক্ত হয় এবং সর্বোপরি ফসলের উৎপাদন বাড়ে।